ঢাকাস্থ বাংলা কলেজ শাখার ভোলা জেলা ছাএ কল্যান পরিষদের নির্বাচিতদের অভিনন্দন

স্টাফ রিপোর্টারঃ

ভোলা নিউজ-৩১.০৫.১৮

ঢাকায় বসবাসরত শিক্ষার্থীদের নিয়ে সরকারী বাংলা কলেজ শাখায় ভোলা জেলা ছাএ কল্যান পরিষদের নব নির্বাচিত কমিটিতে এ টি ইসরাফিল বাবু কে সাধারন সম্পাদক, নয়ন সরকার, মাসুম বিল্লাহ্, ইউসুফ শাহরিয়া কে যুগ্ন সম্পাদক, হাজী আফছার উদ্দিন জুবায়ের কে ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ও রুবেল চোধুরী কে অর্থ সম্পাদক নির্বাচিত করায় ভোলার বিভিন্ন সংগঠন ভোলার এই মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন, দৈনিক ভোলার বাণী পরিবার,ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া’ ভোলা জেলা জার্নালিষ্ট ফোরাম,হেল্প এন্ড কেয়ার,ভোলা সদর উপজেলা বলাকা ইলিশা বাচাও আন্দোলন কমিটিসহ বিভিন্ন সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতারা, তারা জানান এই সংগঠন ভোলার যেই ছাএ/ছাএীরা ঢাকায় পড়াশুনা করে তাদের কল্যানে কাজ করবে, ভোলা জার্নালিষ্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বলাকার সাধারন সম্পাদক ইয়ামিন হোসেন জানান, এই কমিটিতে যারা এসেছে তারা সবাই ভোলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং মেধাবী শিক্ষার্থী ছাএদের সুখে দুঃখে তারা পাশে থাকবে বলে আমরা আশা করি।

SHARE