ভোলার বঞ্চিতদের সাথে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ঈদ আনন্দ ভাগাভাগি

এম রহমান রুবেলঃ

ভোলা নিউজ-০৯.০৬.১৮

ভোলার বঞ্চিত অসহায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যাতীক্রম ধর্মী এক আয়োজন করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ । প্রতি বারের মত এবপরো মুক্তিযোদ্ধা  প্রজন্মলীগ নুতন বাজারস্ত সমবায় মার্কেটের জেলা কার্যালয়ে শহরের ও ইউনিয়ন পর্যায়ের অসহায় বঞ্চিত মানুষদের বাছাই করে কয়েক শত মানুষের মাঝে শাড়ি, লুঙ্গী ও নগদ টাকা বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের প্রধান উপদেষ্টা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন শামিম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের জেলা সভাপতি কামাল হোসেন শিকদার, জেলা সাধারন সম্পাদক তালুকদার মোঃ আনোয়ার পাশা বিপ্লব, মঈনুল হোসেন জিলন, বাপ্তা ইউনিয়ন প্রজন্মলীগ সভাপতি নাসির মেম্বার, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক নুরহোসেন মাস্টার, ইসমাইল, সাহাবুদ্দিন বাঘা প্রমুখ। জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সাধারন সম্পাদক তালুকদার মোঃ আনোয়ার পাশা বিপ্লব জানান, আমারা সমাজের ওই সকল লোকদের বাছাই করে অর্থ শাড়ি লুঙ্গী বিতরন করেছি যারা লজ্জায় কারো কাছে হাত পাততে পারে না। আমরা ভোলার শতাব্দি সংস্কারক  সফল বানিজ্য মন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এমপি মোহদয়ের নির্দেশে ও তার পক্ষ থেক এ জাতিয় মানুষ দের মাঝে দুই”শ শাড়ি, দুই’শ লুঙ্গী ও নগদ ১ লক্ষ টাকা বিতরন করেছি। এর আগেও ভোলা জেলের শীতার্থ কয়েদীদের জন্য কম্বলসহ শীত বস্রো বিতরণ করেছে ভোলা জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ। আমাদের সহযোগিতার এ হাত আগামীতে তোফায়েল আহমেদকে ভোলা সদর থেকে নির্বাচিত করে সকল মানুষের কল্যানে প্রসারিত করবো ইন শা আল্লাহ।

SHARE