লালমোহন প্রতিনিধি: ভোলারলালমোহনের গজারিয়া বাজারে আগুনলেগে ১৪ টি দোকান পুড়ে গেছে। আগুননেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৮জন । শুক্রবার দুপুর দেড়টার দিকে এঅগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছেবলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
লালমোহন ফায়ার সার্ভিসের ইনর্চাজসেলিম হোসেন বলেন, শুক্রবার দুপুরদেড়টার দিকে গাজারিয়া বাজারেরমাইনুল হুজুরের জ্বালানীর দোকান থেকেমোবাইল চার্জার বাস্ট হয়ে এ অগ্নিকাণ্ডেসূত্রপাত শুরু হয়। ব্যবসায়ীরা তখন মসজিদে নামাজ আদায় করছিল। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়েবাজারের মো. শাহনে, মো. মনিরুল ইসলাম, আরিফুল ইসলাম, আবু জাফর, আনোয়ার হোসেন, মো. পাটওয়ারী এন্ড সন্স, মো. শাহিন হাওলাদার, আনোয়ার হোসেন (২), মো. সুজন ইরেকট্রনিস, মো. জসিমউদ্দিন, পরেশ দাস, অসীম দাস, শ্যামল দাসসহ ১৪ টি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসত ঘর পুড়ে গেছে। খবরপেয়ে লালমোহন ও চরফ্যাশন দমকল বাহিনী (ফায়ারসার্ভিস) ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে প্রাথমিক ভাবে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আগুন নেভাতে গিয়ে আশরাফুল ইসলাম, আব্দুল হান্নাসহ ৮ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসানিয়েছে।
ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসানরুমি ও লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবিরসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।