কাগজ প্রতিবেদক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন মোঃ সরওয়ার বিপিএম সেবা। সোমবার (৭ জানুয়ারী) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। ডিআইজি, বিশেষ শাখা, ঢাকা কর্মস্থল থেকে মোঃ সরওয়ারকে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়। ডিআইজি সরওয়ার সৎ এবং নিষ্ঠার সাথে চাকুরীর প্রথম থেকে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশে একজন সৎ ও দেশপ্রেমিক পুলিশ কমকর্তা হিসেবে মোঃ সরওয়ার পরিচিত।
সদ্য অতিরিক্ত কমিশনার হওয়া মোঃ সরওয়ার ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের নাদের মিয়া পরিবারের সন্তান। এদিকে ভোলার সন্তান মোঃ সরওয়ার অতিরিক্ত কমিশনার হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে অনেকে।
ভোলা নিউজ /টিপু সুলতান