এম,ইমরান হোসেন
ভোলায় অটোরিকশা চোরের মূল হোতা পুলিশের হাতে আটক হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) রাতে ভোলা বিশ্বরোডের ৩৫ মেগাওয়াট বিদ্য্যুৎ স্টেশন এর কাছে টহলরত পুলিশের একটি টিমের এ এস আই নীলরতন অটোরিকশা চোরের চক্রের হোতা মোঃ রুবেলকে আটক করেন।
এ টি এস আই নীলরতন সাংবাদিকদের জানান, দুটি অটোর বেপরোয়া গতি দেখে তিনি তাদের থামতে সিগন্যাল প্রদান করে। কিন্তু অটো দুটি না থেমে পুলিশের উপর দিয়েই অটো চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। এতে টহল পুলিশ তাদের ধাওয়া করলে সামনের অটোটি খাদে পড়ে গাছের সাথে আটকা পড়ে যায়। নীলরতন সেখানে গিয়ে অটোর কি হোলে থাকা চাবি ধারা গাড়িটিকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু গাড়ি বন্ধ না হয়ে চলতে (স্টাটরত) থাকলে এতে তিনি সন্দেহ করে তৎক্ষনিক গাড়ির ড্রাইভিং সিটে থাকা রুবেলকে হ্যান্ডকাফ পরিয়ে দেন। এ সময় পিছনের গাড়িতে থাকা বাকি ৩জন পালিয়ে যায়।
রুবেলের বক্তব্য অনুসারে জানা যায় অটোরিকশাটি ভেলুমিয়া থেকে আনা। আর ওপর গাড়িটি শান্তির হাট আইডিয়াল মডেলের মাদ্রাসার একটি স্কুল কাভার ভ্যান। যা ভোলা আলতাজের রহমান ডিগ্রী কলেজের সামনে থেকে চোর চক্র চুরি করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে জানা যায় রুবেলের বাবার নাম রতন খাঁ। তার বাড়ী দৌলতখানের চর রমেশ গ্রামে। রুবেল ধনিয়া তুলাতুলি এলাকার। শাকিল নামে এক ব্যক্তির পালিয়ে যাওয়া ৩ জনের একজন বলে উল্লেখ করেন
ভোলা নিউজ / টিপু সুলতান