ডেস্ক রিপোর্ট।। ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি বাস্তবায়ন ও জুলাই সনদে গণভোট অন্তর্ভুক্তসহ ৫ দফা দাবীতে ভোলায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ভোলা শহরের বাংলা স্কুল মোড় থেকে কালীনাথ রায়ের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার জুড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীগণ অংশগ্রহণ করেন।
পাঁচ দফা দাবী হলো : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, পিআর পদ্ধতি জুলাই সনদে অন্তর্ভুক্ত, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতনের বিচার এবং ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। এ দাবী পূরণ না হলে জামায়াত নির্বাচনে অংশ নেবে না বলেও তারা হুঁশিয়ারি দেয়া হয়। বক্তারা আরো বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্য বাস্তবায়ন না হলে দেশ আবারও একনায়কতন্ত্রের শাসনের দিকে ধাবিত হবে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধনে জেলা জামায়াতের আমীর মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ভোলা-১ আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, জেলা মজলিসের শুরা সদস্য মাওলানা জাকির হোসাইন, সদর উপজেলা আমীর মাওলানা কামাল হোসাইন, পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন, শহর ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল-আমিন প্রমূখ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন