ভোলা প্রতিনিধি।। ভোলায় চাঁদাবাজি ও উন্নয়ন কাজে বাঁধা দেয়ার অভিযোগে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
বুধবার (১১ জুন) সদরের ভেদুরিয়া লঞ্চঘাট এলাকায় শত শত নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশী বিদেশী কোম্পানিগুলো বিনিয়োগ করলে বেকার সমস্যা দুর হওয়ার পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। কিন্তু কোম্পনিগুলো জমি অধিগ্রহন করলে চাঁদাবাজি ও উন্নয়নে বাধ দেয় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন। প্রান আর এফএলের মত কোম্পানিও বিনিয়োগ করতে এলে বাধার স্বীকার জসিমের দ্বারা।
শুধু তাই নয়, ৫ আগষ্টের প্রেক্ষাপটের পর বহু নিরিহ পরিবারের কাছে চাদা তোলেন জসিম। এতে ক্ষুদ্ধ এলাকাকাসী ওকত্রিত হয়ে মানববন্ধন এবং বিক্ষোভ করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন