ভোলা প্রতিনিধি।।ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শুক্রবার (২২আগস্ট) বিকেলে স্থানীয় সময় টিভি’র ভোলার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন ও ক্যামেরা পার্সন উৎপল দেবনাথ’র উপর দূর্বৃত্তদের হামলা ও ক্যামেরা ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বৃষ্টিতে ভিজে ভোলার সাংবাদিকরা প্রেসক্লাবের সামনের জড়ো হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তারা বলেন,শুক্রবার দুপুরে পৌনে ৩ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে জনৈক কাজি রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানকে অবরুদ্ধ করেন। এসময় তারা সাংবাদিকদ্বয়ের উপর হামলা, মারধর ও ক্যামেরা ভাংচুর করেন। ঘটনার পর স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে থানায় গেলে ওইসব সন্ত্রাসীরা সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখেন। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে হামলায় জড়িত কাজি রাসেল ও তার বাহিনীর সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক আজকের ভোলার সম্পাদক মো: শওকত হোসেন,ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি অ্যাড. নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি ওমর ফারুক,বাসস প্রতিনিধি আল আমিন শাহরিয়ার,সময় টিভি স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন লিটন,চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ,আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফ,একুশে টিভি প্রতিনিধি মেসবাহউদ্দিন শিপু’সহ গণমাধ্যম নেতৃবৃন্দ।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন