মেহেদী হাসান নিশানঃ- ভোলার মনপুরা উপজেলায় হাজিরহাট হোসেনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসলেউদ্দিনের বিরুদ্ধে সরকারি
নিয়োগ বন্ধের আদেশ অমান্য করে প্রতিষ্ঠানের নিয়োগ কার্যক্রমে অর্থ আত্মসাৎ ও নিয়োগ বাণিজ্যে অভিযোগ উত্থাপিত হয়। উত্থাপিত অভিযোগটি নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন ভুক্তভোগী এক চাকুরী প্রত্যাশী।
ভুক্তভোগী মোঃ মহিউদ্দিন স্বাক্ষরিত ওই লিখিত অভিযোগে, মনপুরা উপজেলায় প্রতিষ্ঠিত হাজির হাট হোসাইনিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করা, গোপনীয়তা রক্ষা করে নিজস্ব প্রার্থীকে নিয়োগ করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগে মন্ত্রণালয়ের জড়িকৃত আদেশ অমান্য করাসহ সর্বোমোট ৮টি বিষয়ে গুরুত্বর অভিযোগ করা হয়।
অভিযোগটি অনুসন্ধানে দেখা যায়, অভিযুক্ত অধ্যক্ষ মাও. মোসলেউদ্দিন চলতি মাস অর্থাৎ ৯ অক্টোবর ২০২৫ইং তারিখে হাজির হাট হোসাইনীয়া আলিম মাদ্রাসার কর্মচারী নিয়োগ প্রদানের জন্য প্রতিষ্ঠানের কমিটিদের নিয়ে সভার আয়োজন করেন উক্ত সভায় সকল সদস্যদের থেকে তারিখ বিহীন স্বাক্ষর গ্রহণ করেন এবং বেক ডেইট দিয়ে অর্থাৎ পূর্বে তারিখ দেখিয়ে নিয়োগ গ্রহণের জন্য ডিজির প্রতিনিধি পেতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে আবেদন দখিল করেন। উল্লেখ গত ৫ অক্টোবর ২০২৫ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রদান না করার জন্য শিক্ষা মন্ত্রণালয় পৃথক পৃথক দুটি আদেশ জারি করেন।
উক্ত অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস মেম্বারসহ বেশ কয়েকজন সদস্য নিকট জানতে চাইলে, তাহারা ৯ অক্টোবর ২০২৫ নিয়োগ সভায় তারিখ বিহীন স্বাক্ষর নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তবে অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দায় এড়িয়ে যান।
অভিযোগের বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, ৫ অক্টোবর ২০২৫ পর আর কোন ডিজির প্রতিনিধি দেওয়া হয়নি আর হবে না। তবে অভিযোগীর বিষয়ে তদন্ত করে দেখা হবে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত অধ্যক্ষ মাও.মোসলেউদ্দিনের নিকট জানতে চাইলে তিনি ঘুষ নেওয়া বিষয়টি এড়িয়ে যায় এবং বলেন তার নিজস্ব কোন প্রার্থী নাই, নিয়োগ হবে বিধি-বিধান অনুযায়ী।
উক্ত বিষয়টি প্রতিষ্ঠান সভাপতি এডভোকেট ছালাউদ্দিন আহামেদকে বারবার মুঠোফোন চেষ্টা করে পাওয়া যায়নি।
প্রিয় পাঠক, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে আমাদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন দেখতে সাথে থাকুন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন