মাসুদ রানা।।যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন যুব কল্যাণ তহবিল (২০২৪-২৫ অর্থ বছর) থেকে ভোলা জেলার ৩৩টি যুব সংগঠনকে আর্থিক অনুদানের চেক বিতণ করা হল। মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, যেসব যুব সংগঠন সমাজের উন্নয়নে কাজ করে তাদেরকে সরকার তথা ভোলা জেলা প্রশাসন এখনো সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোসাদ্দেক আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন ও চরফ্যাশন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান। সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণের সময় নিজেদের সংগঠনের কার্যাবলি ব্যক্ত করেন বোরহানউদ্দিন উপজেলার উইমেন সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রতিনিধি মোঃ জিয়াউল হক, চরফ্যাশনের স্বপ্নবীজ যুব উন্নয়ন সংস্থার প্রতিনিধি কাজী মোঃ এরশাদ ও সদর উপজেলার ভোলা যুব শ্রমিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে যুব উন্নয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন যুব সংগঠনের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে ভোলা জেলার ৩২টি যুব সংগঠনকে ৫০ হাজার টাকা করে এবং ১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট যুব উন্নয়ন কর্মকর্তা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন