তজুমদ্দিন প্রতিনিধি।।ভোলার তজুমদ্দিনে পূর্ব শত্রুতার জেরধরে নামাজ শেষে বাড়ি ফেরার সময় এক যুবকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আহত যুবক মো. জাকির (৩৫), পিতা আলী হোসেন, গ্রামের বাড়ি তজুমদ্দিন উপজেলার গোলকপুর গ্রামে। বর্তমানে তিনি তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে বিবাদী জাফরের জমিতে জাকিরের হাঁস প্রবেশ করলে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিত-া হয়। এর জের ধরে আসরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা জাফর, তার স্ত্রী পারভীন, ফাতেমা ও আকলিমা মিলে জাকিরের উপর অতর্কিত হামলা চালায়। এতে জাকির মারাত্মকভাবে আহত হন। জাকিরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারী ও ভুক্তভোগী পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ এবং মামলা মোকদ্দমা চলমান রয়েছে। জাকিরের পিতা আলী হোসেন জানান, থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি। হামলাকারীরা বর্তমানে বাড়িতে এসে হুমকি দেয়, আমরা নিরাপত্তা হীনতায় রয়েছি। ঘটনার বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহব্বত খান বলেন, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন