ফয়সাল আহমেদ: বিশেষ প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে, ডাওরী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহীনির একটি চৌকস দল।
রবিবার (১২-১০-২০২৫) ভোলাস্থ লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে, ডাওরী বাজার এলাকায় অভিযান চালিয়ে লালমোহন উপজেলার চরলক্ষী গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ শরীফ এবং মোঃ সাগরকে আটক করা হয় । এসময় তাদের তল্লাশি করে ১৭৪ পিচ ইয়াবা এবং ব্যবসায় ব্যবহৃত ৫০ হাজার ৫৬০ টাকা টাকা পাওয়া যায়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত মাদক ও টাকাসহ আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন