টিপু সুলতান বার্তা সম্পাদক।।ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া নদীতে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জন জেলেকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মা ইলিশ সংরক্ষণ ও মৎস্য রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে- লালমোহনের মিছির খা (৫০) কে ৩ হাজার, নুর হোসেন (২৫) কে ৫ হাজার, মো. হারুন (৬০) কে ৩ হাজার, মো. নাছির (৩৫) কে ৫ হাজার, সুমন (২০) কে ৫ হাজার এবং বোরহানউদ্দিনের মো. এমরান হোসেন (২৫) কে ৫ হাজার টাকা। সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া অভিযানে ২০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ও বোরহানউদ্দিন থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন