টিপু সুলতান বার্তা সম্পাদক।। জেলার তজুমদ্দিন উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মানিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার ৫ অক্টোবর সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত মানিক উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মন্তাজ মাস্টার বাড়ির প্রবাসী নাসির মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় মানিক নিজ বাড়িতে বিদ্যুৎ লাইনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ শকে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন