নিউজ ডেস্ক।। ভোলায় হেফাজতে ইসলামের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ০৩ অক্টোবর সকালে ভেদুরিয়া মডেল মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ ভেদুরিয়া ইউনিয়ন কাউন্সিল গঠিত হয়।
কাউন্সিল গঠন পূর্ব মুহূর্তে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা দ্বীন,দেশ,ও মানবতার কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দগন বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১০ সালের প্রতিষ্ঠা লগ্ন থেকেই দ্বীন,দেশ, ও মানবতার জন্য কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও হেফাজতে ইসলাম সেই ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন ।স্থানীয় নেতৃবৃন্দ গন বলেন ভেদুরিয়ায় সকল ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড ও অপসংস্কৃতির বিরুদ্ধে হেফাজতে ইসলাম সর্বদা সোচ্চার থাকবে।
জেলা নেতৃবৃন্দের উপস্থিতীতে ভেদুরিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ইমাম ও শিক্ষকগন থেকে ব্যালট বোট গ্রহণ করে হেফাজত ইসলাম ভোলা জেলার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদীর মাধ্যমে ইউনিয়ন কাউন্সিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম ভোলা জেলার সম্মানিত উপদেষ্টা মাওলানা ফিরোজ আহমদ, হেফাজত ইসলাম ভোলা জেলার সিনিয়র সহ সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদী ,সহকারি সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মুফতি তরিকুল ইসলাম ও হেফাজতে ইসলাম ভোলা জেলার দাওয়া বিষয়ক সম্পাদক মুফতি সাখাওয়াতুল আমিন সহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীণ ও তরুণ আলম সমাজ।
নব কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন সভাপতি মাওলানা ফিরোজ আহমদ
সিনিয়র সহ-সভাপতি- মাওলানা আব্দুর রহমান মাওলানা জয়নাল আবেদীন,সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক মাওলানা ইব্রাহিম রুহি
অর্থ সম্পাদক মাওলানা হাতেম সাহেব
প্রচার সম্পাদক- মুফতি নজরুল ইসলাম
এছাড়াও একাত্তর সদস্য বিশিষ্ট প্যানেল পূর্ণ করার দায়িত্ব নবগঠিত কমিটির উপরে অর্পণ করেন।
সর্বশেষ জেলা উপদেষ্টা ও ইউনিয়ন সভাপতি মাওলানা ফিরোজ আহমেদ সাহেবের দোয়ার মাধ্যমে কাউন্সিল সমাপ্ত ঘোষণা করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন