বিশেষ প্রতিনিধি।।চলে গেলেন ভোলার তোফায়েল আহমেদ। স্কয়ার হসপিটাল সূত্রে মৃত্যুর সংবাদ নিশ্চিত হলেও এখনো লাইফ সাপোর্টের যন্ত্রপাতি খোলার সিদ্ধান্তহীনতায় রয়েছেন তার পরিবার। পরিবারের সিদ্ধান্ত আসলেই খোলা হবে লাইভ সাপোর্টের যন্ত্রপাতি। এবং তাকে কোথায় দাফন করা হবে এ ব্যাপারে ও এখন পর্যন্ত সুস্পষ্ট কোন তথ্য দিতে পারেননি তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সকলের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত জানানো হবে। তাকে ভোলায় না বনানী কবরস্থানে দাফন করা হবে তা নিয়ে ধুম্রজাল চললেও পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ভোলাতেই তার মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন। তবে লাইফ সাপোর্টের যন্ত্রপাতি এখন খোলা হবে নাকি আগামীকাল খোলা হবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত জানাতে পারেননি পরিবার।
মন্তব্য করুন