ব্রেকিং নিউজ
admin
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন

ভোলা প্রতিনিধি।।দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলার আয়োজনে উপজেলার মাদরাসাসমুহে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ১৩২ জন শিক্ষকদের সম্বর্ধণা ও বিগত ৫ বছরে অবসরপ্রাপ্ত ৭০ জন শিক্ষক-কর্মচারীদের সন্মাননা প্রদান এবং আলোচনা সভা শনিবার (২৭ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন মডেল মসজিদ হল রুমে সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্যাহ আনছারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সহ-সভাপতি ও লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ মোশাররফ হোসাইন, সহ-সভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আব্দুস সামাদ।

প্রধান অতিথি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম তার বক্তব্যে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ইতিহাস তুলে ধরে বলেন, জমিয়াতুল মোদাররেছীন একটি নাম একটি ইতিহাস ১৯৩৭ সালের ২রা মার্চ ফুরফুরা শরীফের পীর হযরত মাওলানা আবুবকর ছিদ্দীক (রহ.) এবং তার প্রধান খলিফা ছারছীনার পীর হযরত মাওলানা নেছার উদ্দীন (রহ.) সহ এদেশের নেতৃস্থানীয় উলামায়ে কেরাম এঁর পৃষ্ঠপোষকতায় মাদরাসা শিক্ষার উন্নয়ন ও ছাত্র-শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত হয় মাদরাসা শিক্ষকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন। ১৯৭৬ সালে এই ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতির দায়িত্বে আসীন হন সাবেক সভাপতি আলেমকুল শিরোমণি, কিংবদন্তি পুরুষ আলহাজ্ব মাওলানা এম এ মান্নান ছাহেব মাদরাসার সকল শিক্ষক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ করেন। তাদের জাগিয়ে তোলেন উদ্দীপিত করেন নবচেতনায়। দেশের শাসক মহলকে বুঝাতে সক্ষম হন মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও ঐতিহাসিক গুরুত্ব। বহু সন্মেলন, মহাসম্মেলন করে তাদের সামনে তুলে ধরেন মাদরাসা শিক্ষাকে প্রাণবন্ত, শক্তিশালী করার পরিকল্পনা। তুলে ধরেন এর প্রাতিষ্ঠানিক উন্নয়নের কর্মসূচি। পেশ করেন বঞ্চিত মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া।

তিনি আরো বলেন, কেবল মাদরাসা শিক্ষকদের নয়, বেসরকারি স্কুল-কলেজ তথা সকল সরকারি-বেসরকারি শিক্ষক সমাজকে নিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন গঠন করেন। নিয়মতান্ত্রিক দুর্বার আন্দোলন পরিচালনা করেন তিনি। তার নেতৃত্বে আদায় করেন বেতন-স্কেল,বাড়ি ভাড়া ভাতা,চিকিৎসা ভাতা ইত্যাদি সুযোগ-সুবিধা।প্রতিষ্ঠা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষকদের জন্য প্রতিষ্ঠা করেন মসজিদে গাউছুল আজম কমপ্লেক্স। ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারী শিক্ষক সমাজের প্রাণপ্রিয় এই মহান নেতা সাবেক ধর্ম, ত্রাণ ও পুর্নবাসন মন্ত্রী ও দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা এম এ মান্নান (রহঃ) এর ইন্তেকালের পর তার সুযোগ্য পুত্র দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাহেবকে এ ঐতিহ্যবাহী সংগঠনের সভাপতি হিসেবে সর্বসন্মতিক্রমে নির্বাচিত হন। সেদিন থেকে এই নবনির্বাচিত নেতার নেতৃত্বে নতুন উৎসাহ-উদ্দীপনার সাথে শুরু হয় অভীষ্ট লক্ষ্যে নতুন যাত্রা। চিহ্নিত করা হয় সমস্যাবলী, নির্ধারণ করা হয় সমাধানের উপায় এবং তা অর্জনের লক্ষ্যে শুরু হয় অবিরাম কর্মতৎপরতা। আদায় হয় ফাজিলকে ব্যাচেলর ও কামিলকে মাস্টার্স ডিগ্রী মান। দেশের আলেম-ওলামা, পীর-মাশায়েখ ও ইসলাম প্রিয় মানুষের শতবছরের প্রাণের দাবী একটি এফিলিয়েটিং ক্ষমতাসম্পন্ন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের ঐতিহাসিক সাফল্য। মাদরাসা শিক্ষার জন্য একটি আলাদা অধিদপ্তর। বেতন বৈষম্য নিরসন।মাদরাসার জন্য জনবল কাঠামো গঠন। যার ফলে প্রায় ৫০ হাজার আলেমের চাকুরী হচ্ছে এবং ৫০ হাজার শিক্ষিকার চাকুরী হচ্ছে। কর্মচারীর সংখ্যাও বাড়ছে অনেক এবং তার নেতৃত্বে মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা,পীর-মাশায়েখসহ অরাজনৈতিক ইসলামি শক্তি আজ ঐক্যবদ্ধ।

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাহেব এর নেতৃত্বে সংগঠনের সুযোগ্য মহাসচিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী দেশের প্রত্যন্ত অঞ্চলে সফর করে শিক্ষকদের দাবির কথা শুনছেন এবং শিক্ষকগণ প্রিয় নেতাকে পেয়ে তাদের ভালোবাসায় সিক্ত করছেন। তার সাংগঠনিক দক্ষতা দিয়ে জমিয়ত অতীতের যে কোন সময়ের চেয়ে সাংগঠনিক শক্তি অনেক মজবুত করেছেন।মাদরাসা শিক্ষকদের সকল অগ্রগতি ও উন্নতির পিছনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে শিক্ষকদের দাবি আদায়ে ধারাবাহিক ভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে বর্তমান অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার নিকট ২০অক্টবর ২০২৪ তারিখে মাদরাসার অঙ্গনে কতগুলো বিদ্যমান সমস্যাবলী ও সমাধানের প্রস্তাবনা বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে লিখিত ভাবে পেশ করা হয় জোড়ালো ভাবে উল্লেখ করাহয় বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ নানামুখী সমস্যায় জর্জরিত বেতন বৈষম্য ও সুযোগ সুবিধা বঞ্চিত, পদবি সমস্যা, যেমন অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নেই,বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা নাম মাত্র, উৎসব ভাতা স্কেল অনুযায়ী না পাওয়া, অবসর ভাতা সময়মত না পাওয়া এসকল সমস্যা সমাধানের জন্য জমিয়াতুল মোদাররেছীনের প্রস্তাবনা ছিল বেসরকারি শিক্ষক-কর্মচারিগণের চাকুরী জাতীয়করনের আওতাভুক্ত করা না হওয়া পর্যন্ত বাড়িভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা বৃদ্ধি করা এবং অতি দ্রুত সময়ে অবসর ও কল্যান ভাতা প্রদানের ব্যবস্থা করা।

১৯৮৪ সাল থেকে দীর্ঘ ৪০ বছর স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জন্য কোন নীতিমালা নেই। ২০১৯ সালের ৮ মে বিগত সরকার প্রধান স্বাক্ষরিত নীতিমালা অনতিবিলম্বে বাস্তবতবায়ন করা এবং মঞ্জুরীপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহকে জাতীয়করণের আওতাভুক্ত করা যেভাবে এক নোটিশে ২৬ হাজার প্রাইমারী স্কুলকে জাতীয়করনের আওতাভুক্ত করা হয়েছে। সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা প্রদানের ব্যবস্থা করা। মাদরাসার স্বকীয়তা বজায় রাখা ও মাদরাসাকে কাংখিত মানে উন্নীত করার জন্য ঘঈঞই এর আদলে মাদরাসার পাঠ্যক্রম পাঠ্যসূচি ও পাঠ্যপুস্তক বোর্ড ঘঈঞইগ হঠন করা। মাদরাসা শিক্ষার ফিডার ইনিষ্টিটিউট স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ বেসরকারি শিক্ষকদের চাকুরী জাতীয়করনের যে দাবি রয়েছে ইনশাআল্লাহ জমিয়াতুল মোদাররেছীনের মাধ্যমেই তাও পুরন হবে।

মাদরাসা শিক্ষার এই সাফল্য ম্লান করে দিতে একটি গোষ্ঠী কাজ করছে। মাদরাসা শিক্ষক দের ঐক্য নষ্ট করার জন্য নামে-বেনামে ভুঁইফোড় ফেসবুক সর্বস্ব সংগঠন হয়েছে, যাদের কোন অস্তিত্ব নেই। যে ঐক্যের ভিত্তিতে দাবী দাওয়া পূরণ হয়েছে তারা মাদরাসা শিক্ষকদের সেই ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। তাদের জানা উচিত, জমিয়াতুল মোদাররেছীনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র করেছেন, বিরোধীতা করেছেন, আলিয়া মাদরাসার ধারার বিরুদ্ধে করেছেন কিন্তু কোন কিছুই টিকে নাই। জমিয়াতুল মোদাররেছীন ও আলিয়া মাদরাসা ধারা টিকে আছে।

জমিয়াতুল মোদাররেছীনের সারাদেশ ব্যাপী শক্তিশালী কমিটি রয়েছে। নির্বাচন হচ্ছে। সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। আগামী দিন জমিয়াতুল মোদাররেছীনের। আগামীদিন মাদরাসা শিক্ষকদের। সামনের দিনে যে সমাজ গড়ার চিন্তা ভাবনা হচ্ছে সেখানে মাদরাসা শিক্ষক এবং জমিয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সহ-সভাপতি ও অধ্যক্ষ মজমেরহাট ফাজিল মাদরাসা আলহাজ্ব মাওলানা মোঃ ফয়জুল আলম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক ও রামগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হোসেন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মনপুরা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও মনপুরা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিউল্লাহ ফরহাদ, ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক এবং কোড়ালিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ হারুন, লালমোহন উপজেলা জমিয়াতুল মোদারনেছিনের সেক্রেটারি ও সুপার পূর্ব ধলীগোরনগর ইসলামিয়া দাখিল মাদরাসা মাওলানা মোঃ ছাইফুল ইসলাম, চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন হুমায়ুন সরমান, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা সহ-সভাপতি ও ছোট মানিকা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ছাইফুল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও দেউলা শিপপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইদ্রিস, তজুমুদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি ও পূর্ব গোলকপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আইয়ুব আলী, সেক্রেটারি মাওলানা মোঃ কামাল উদ্দিন প্রমূখ।

অবসর প্রাপ্ত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন হাকিম উদ্দিন ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ মোখলেছুর রহমান। এনটিআরসিএ কর্তৃক নবনিযুক্ত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পূর্বছোট মানিকা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক সমাজ বিজ্ঞান মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের পক্ষ থেকে আবসর প্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সন্মাননা ক্রেষ্ট প্রদান এবং এনটিআরসিএ কর্তৃত নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন বোরহানউদ্দিন উপজেলা যুগ্ম সম্পাদক ও হাজির হাট দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ ইউসুফ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বোরহান উদ্দিন উপজেলা জমিয়াতুল মোদাররেছীনের সাবেক সহ সভাপতি মাওলানা মোঃ ছালেহ উদ্দিন।

ভোলা নিউজ / টিপু সুলতান

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://bholanews.com/2025/09/27/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার বোরহানউদ্দিনে ২৬ জেলের অর্থদন্ড

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য নতুন নির্দেশনা এনটিআরসিএ’র

রসায়নবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

তোফায়েল আহমেদ মারা গেছেন

ভোলায় ইলিশ বিক্রির অপরাধে ৩ জনকে অর্থদন্ড

ভোলায় হেফাজতে ইসলামের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে

মসজিদে যেসব কাজ করা নিষেধ

লালমোহনে বিডিপি’র সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈমের মন্দির পরিদর্শন

১০

লালমোহনে ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ!

১১

নিষেধাজ্ঞার আগে বাজারে ইলিশের দাম লাগামহীন

১২

হিন্দুদের প্রধান উৎসব দূর্গাপূজা উপলক্ষে মনপুরায় আগমন করবেন নাজিম উদ্দিন আলম।

১৩

মারা গেলেন তোফায়েল আহমেদ

১৪

লালমোহনে ১৯টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু, সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রশাসন 

১৫

মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

১৬

লালমোহনে বিশ্ব পর্যটন দিবস পালিত

১৭

মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জমিয়াতুল মোদাররেছীন

১৮

ভোলায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ

১৯

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

২০