লালমোহন প্রতিনিধি (ভোলা): ভোলার লালমোহন উপজেলার সুনামধন্য বিদ্যাপিঠ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। শুক্রবার সকালে এ নবীন বরণ উপলক্ষ্যে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন বাচ্চু।
এ সময় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, পড়ালেখা করে কেবল জিপিএ-৫ পাওয়া কারও লক্ষ্য হওয়া উচিত নয়। সবার আগে হতে হবে সুশিক্ষিত এবং প্রকৃত মেধাবী। এরপর দেশ ও দেশের মাটির কল্যাণে কাজ করতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রভাষক মুশফিকুর রহমান দ্বীপুর সঞ্চালনায় এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফেরদাউছুর রহমান, করিমুন্নেসা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজি মো. হাসানুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন