ষ্টাফ রিপোর্টার।। দূর্নীতির অভিযোগে ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো: রিয়াদ হোসেনের অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে ঢাকা থেকে ভোলায় আসা নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, সুরাইয়া পারভীন শেলী ও উপ-সচিব জেসমিন আকতার বানুর কাছে স্মারকলিপি প্রদান করেন ভোলার ভেদুরিয়া স্প্রিড বোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা। ।
আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে ভোলার ইলিশা লঞ্চঘাটে এই কর্মসূচি পালন করেন তারা।
এদিকে দুপুরে ঢাকা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও উপ-সচিব ভোলায় আসার খবরে দুপুর ১ টা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভোলা জেলা ও ভেদুরিয়া স্প্রিডবোট মালিক ও বোট চালক সমিতির ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ ভোলার নদী বন্দরের সহকারী পরিচালক মো: রিয়াদ হোসেন ভোলায় যোগদানের পর থেকেই অনিয়ন ও দুর্নীতি মাধ্যমে স্প্রিটবোট মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বোটপ্রতি ১২০০ টাকা আদায় করছেন। এর প্রতিবাদ করলে তাদেরকে মামলার ভয় দেখান হয় বলে যানান ওই ভুক্তভোগীরা ।
এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএ এর সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন, ঘাটে ৫ টাকার টিকেট ১০ টাকা আদায় করে এবং ঘাটের নির্দেশনা মানা হয় না। এ সব তদারকি করতে গেলেই ঘাটে আমাদের স্টাফদের মারধর করেন। এর প্রেক্ষিতে আমরা থানা একটি জিডি করলে পুলিশের তদন্তে তা প্রমানিত হলে তাদের বিরুদ্ধে রেগুলার মামলা রুজু হয়। ওই মামলা প্রত্যাহার করতে নানাভাবে চাপ প্রয়োগ করে। মামলা প্রত্যাহার না করায় তারা আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ তুলে মানববন্ধন সহ নানা ভাবে হয়রানি করেন তারা।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন