পেয়ার ইসলাম নূরউদ্দিন, ভোলা।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ভোলা জেলা উত্তর শাখার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বাদ আসর ভোলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলি বাহিনী যে অমানবিক হত্যাযজ্ঞ চালাচ্ছে তা ইতিহাসের এক নৃশংস অধ্যায়। বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোকে এ হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসময় বক্তারা বলেন অবিলম্বে গাজায় হামলা বন্ধ ও ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার দাবি আদায় জোরদার ভূমিকা পালন করতে উদ্বুদ্ধ করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মাকসুদুর রহমান সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান সাহেব বাইতুল মাল সম্পাদক মৌলভী মাকসুদুর রহমান ও যুব মজলিস ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি সাখাওয়াতুল্লাহ আমিন, সহ সভাপতি মুফতি তরিকুল ইসলাম, সাংগনিক সম্পাদক মুফতি নাঈম হাসান বাইতুল মাল সম্পাদকসহ মাওলানা ইউনুস অফিস সম্পাদক মাওলানা মাকসুদুর রহমান প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা রায়হান মাহমুদ জেলা মজলিস আমেলার সদস্য মাওলানা হাসনাইন মাওলানা নেছার উদ্দিন মাওলানা তরিকুল ইসলাম মাওলানা আলী আকবর মাওলানা মাহমুদুল হাসান আব্দুল জব্বার হাফেজ মাওলানা ইউসুফ আদনান জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
পরে বিক্ষোভ মিছিলটি জেলার প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয় এবং প্রেসক্লাবের সামনে খেলাফত যুব মজলিসের নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন