ডেস্ক রিপোর্ট।। ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা বিএনপি। সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে র্যালিটি শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি পূর্ব সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেনিন। তিনি বলেন, দেশে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে নির্বাচনকে ঘিরে। তবে বিএনপি অতীতেও নানা ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে এসেছে। এবারও কোনো ষড়যন্ত্রই বিএনপিকে থামাতে পারবে না। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেই হবে। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি পূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশিদ ট্রুম্যান, ফজলুর রহমান বাচ্চু মোল্লা, এনামুল হক, হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, তরিকুল ইসলাম কায়েদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকেই ভোলা সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস এবং বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে বিভিন্ন ফেস্টুন ও প্লাকার হাতে নিয়ে দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান স্লোগানে ভোলার রাজপথ মুখর হয়ে ওঠে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন