টিপু সুলতান।। ভোলার ধনিয়া নির্মাণাধীন মসজিদের দেয়ালে টাইলস লাগানোর সময় মাচা থেকে পড়ে মো. লোকমান হোসেন (৫০) নামে এক টাইলস মিস্ত্রি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলগী গ্রামের তালুকদার বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। নিহত লোকমান উপজেলার আলীনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালের দিকে একজন সহকারীসহ স্থানীয় তালুকদার বাড়ির মসজিদের টাইলস লাগানোর কাজে যান মো. লোকমান।
কাজ করার একপর্যায়ে মসজিদটির দ্বিতীয় তলার সামনের অংশের দেয়ালে টাইলস লাগানোর জন্য বাঁশের অস্থায়ী মাচায় ওঠেন। এরপর তিনি হঠাৎ মাচা থেকে নিচে থেকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন