মেসকাত আহমেদ।। ভোলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাবের সামনে ভোলা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে মূলবক্তব্য পেশ করেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আ: রহিম। এসময় উপস্থিত ছিলেন, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আকতার হোসেন, মো. আবু জাফর সুমন, মো. মামুনুর রশীদ, মনিরুন্নেসা সুমি, সুমিতা রাণী দে, নাজমুন্নাহার, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওকাল উদ্দিন, সহকারী শিক্ষক মো. রাসেল মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সহকারী শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, শুন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান, জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদসৃষ্টিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন