এম ইমরান হোসাইন।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পূর্ব ইলিশা মৌলভীরহাট মাদ্রাসা অডিটোরিয়ামে এ সম্মেলনের অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির মিয়া মোঃ সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের প্রধান অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা নির্বাচন সমন্বয়ক মাস্টার মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সম্পাদক মাস্টার মোঃ বেলায়েত হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা মোঃ কামাল হোসাইন ও ভোলা পৌর আমির মাওলানা জামাল উদ্দিন। সম্মেলনে বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। তারা আসন্ন জাতীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীর পক্ষে সর্বাত্মক ভূমিকা রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে প্রায় দুই হাজার কর্মী উপস্থিত ছিলেন।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন