বোরহানউদ্দিন প্রতিনিধি।।
শিক্ষার মান উন্নয়নে স্কুলগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা থাকা অপরিহার্য। সদ্য সমাপ্ত বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেরা ৫ স্কুল ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-এ এমনটাই মন্তব্য করেছেন বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুভাষ চন্দ্র দাস। তিনি বলেন, স্কুলগুলোর মধ্যে যখন প্রতিযোগিতা থাকে, তখন সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে ভালো ফল করার আগ্রহ বাড়ে, তেমনি শিক্ষকরাও তাদের পাঠদানে আরও যতœশীল হন।
প্রধান শিক্ষক আরও জানান, এই ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, বরং শিক্ষকদের জন্যও একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই আয়োজনের ফলে বোরহানউদ্দিনের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই উদ্যোগের জন্য তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান এখানে আসার পর আমাদের স্কুলের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমাদের নানা পরামর্শ ও শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেন। বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সেরা ৫ স্কুল কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে আমাদের বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় উপজেলার মধ্যে সেরা ৫ ও জিপিএ ৫ প্রাপ্ত দিক দিয়ে সেরা ২ অর্জন করে।
ভোলা নিউজ / টিপু সুলতান
মন্তব্য করুন