এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি ক্রিকেটবিশ্বে চিরকালই চমক জাগানো এক অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড, যুক্তরাষ্ট্রের জাসকরন মালহোত্রা এবং নেপালের দীপেন্দ্র সিং ঐরীর পর এবার সেই তালিকায় নাম তুললেন বুলগেরিয়ার মানান বশির।
হার্শেল গিবস, জাসকরন মালহোত্রা এই দুজন ওয়ানডেতে ছয় ছক্কা মারলেও বাকী চারজন এই কীর্তি গড়েছেন টি-টোয়েন্টিতে।
শনিবার (১৩ জুলাই) সোফিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বুলগেরিয়ার হয়ে মাঠে নামেন ২৫ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান মানান বশির। প্রতিপক্ষ ছিল জিব্রাল্টার। টার্গেট ছিল ১৯৫ রানের। ১৫ ওভার শেষে বুলগেরিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৭ রান।
১৬তম ওভারে জিব্রাল্টারের অধিনায়ক ইয়ান ল্যাটিন বল তুলে দেন কবির মিরপুরীর হাতে। আর তখনই ঘটল ইতিহাস—মানান বশির লাগাতার ছয়টি বলকে পাঠালেন সীমানার ওপারে, ছক্কার জন্য। এক ওভারেই ৩৬ রান! মাত্র ১৬.৩ ওভারেই ২০০ রান তুলে ম্যাচ জিতে নেয় বুলগেরিয়া।
পাকিস্তানি বংশোদ্ভূত এই ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৩ সালের মে মাসে—সেই জিব্রাল্টারের বিপক্ষেই। এখন পর্যন্ত খেলা ৮ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি করেছেন ২৬২ রান, গড় ৪৩.৬৬, স্ট্রাইক রেট ২৬৭.৩৪! এরই মধ্যে আন্তর্জাতিক পর্যায়ে ৩১টি ছক্কা মেরে ফেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট মিলিয়ে তাঁর ছক্কার সংখ্যা ১৭৫টি!
এক নজরে এক ওভারে ছয় ছক্কার আন্তর্জাতিক কীর্তিতে নাম থাকা ব্যাটসম্যানরা:
হার্শেল গিবস (দ. আফ্রিকা) – ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে
যুবরাজ সিং (ভারত) – ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে
কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) – ২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে
জাসকরন মালহোত্রা (যুক্তরাষ্ট্র) – ২০২১ সালে পাপুয়া নিউ গিনির বিপক্ষে
দীপেন্দ্র সিং ঐরী (নেপাল) – ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে
মানান বশির (বুলগেরিয়া) – ২০২৪ সালে জিব্রাল্টারের বিপক্ষে
মন্তব্য করুন