ভোলার রাজনিতির অসহায় মানুষটি আজ হাসপাতালের বেডে

মনজু ইসলাম/টিপু সুলতানঃ
রেজাউল হক মিঠু চৌধুরী অসুস্থ। ভোলা সদর হাসপাতালে রয়েছেন। ভোলা জেলা আওয়ামীলীগের দুর্দিনের কান্ডারী ভোলার চৌধুরী পরিবার। তার বড় ভাই রকেট চৌধুরীও ভোলা আওয়ামীলীগের ডাকসাইটে শ্রমিক নেতা ছিলেন। জননেতা তোফায়েল আহমেদের জন্য জীবনের শেষ সময়টাতেও নৌকার পক্ষে কাজ করে গেছেন। ২০০১ সালে বিএনপির ক্ষমতার আমলে অপারেশন ক্লিন হার্টে তিনি মারা যান। তার মৃত্যুর পরে রেজাউল হক মিঠু চৌধুরী ভোলা জেলা শ্রমিক লীগের হাল ধরেন। নির্বাচিত হন ভোলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান। এবারও নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবেই। শপথও নিয়েছেন। তবে মামলা জনিত কারনে পদ হারান নৌকার পার্থী মিজান খা এর কাছে। এর পরেও তোফায়েল আহমেদের নৌকা প্রতিক জেতাতে গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সর্বোচ্চ দিয় কাজ করেছেন। শপথের পর চেয়ারম্যান পদ হারানোর পর থেকেই অসুস্থ হয়ে পরেন তৃনমূলের জনপ্রিয় এই মানুষটি। আজ ভোলা হাসপাতালের বেডে নিথর শুয়ে আছেন ভোলার ঐতিহ্যবাহি পরিবারের রাজনিতি পাগল এ মানুষটি। তার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও রাজনৈতিক বন্ধুরা। ভোলা নিউজের পক্ষ থেকে তারদ্রুত সস্থাতা কামনা করেছেন ভোলা নিউজ পরিবার।

SHARE