অর্জুন চন্দ্র দে #
ভোলা শহরের বিভিন্ন স্থানে গত কাল বোরাকের (অটো) বিপদ জনক এলইডি সাদা অালোর হেড লাইট অপসারন অভিযান চালানো হয়। ভোলা পুলিশের দেয়া তথ্য মতে ম্যাজিস্ট্রেট দিদারুল অালমের নেতৃত্বে চলা অভিযানে মোট ১২৫টি বোরাকের সাদা অালোর হেড লাইট অপসারন করা হয়।
এ লাইট অপসারন অভিযানে অংশ নেয় ভোলা সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ছগীর মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য। অন্যদিকে ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) সাইফুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য।
এ সম্পর্কে যোগাযোগ করা হলে ভোলার পুলিশ সুপার সরকার মোঃকায়সার বলেন,ভোলা জেলার মানুষের রাতের চলাচল নির্বিগ্নে করার লক্ষে এই বিপদ জনক লাইট অপসারন অভিযান চলছে। তিনি অারো বলেন জেলার প্রতিটি উপ জেলায় এ অভিযান অব্যাহত অাছে।
উল্লেখ্য রাতে বোরাক চলার সময় বিপরীত দিক থেকে অাসা পথচারিরা কিছুই পরিস্কার দেখতে পায়না। ফলে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটে।