ভোলা নিউজের সম্পাদকের চলমান সম-সাময়িক বিষয়ে ভারত সফর।

মনির আহাম্মেদঃ
চলমান ভারতের সম-সাময়িক বিষয় নিয়ে কলকাতা ও আসামের ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল সহ নানাবিদ বিষয়ে ভোলা নিউজের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মনিরুল ইসলামের ভারত সফর গিয়েছেন ।।পাঠক প্রিয়তার দিকে লক্ষ্য রেখে সম্পাদকের এ সফরকে স্বাগতম জানিয়েছেন “ভোলা নিউজ” পাঠক সভা সদস্যগণ।। চলমান বিষয়ে নিয়ে চোখ রাখুন ভোলা নিউজে ———-

SHARE