এবার পুলিশ সুপারের ফাঁদে ভোলার দুই ইয়াবা সুন্দরী

মিলি সিকদারঃ
এবার পুলিশ সুপারের পাতা ফাঁদে ভোলার দুই ইয়াবা সুন্দরী। আজ ভোলার পুলিশ সুপারের মাদক উদ্ধারের ধারাবাহিকতায় আটক করা হয়েছে ভোলার ২ ইয়াবা সুন্দরীকে।
আজ ৭ই আগষ্ট বুধবার দুপুর ২টা ৫০ মিনিটে ভোলার দৌলতখান উপজেলায় ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দশম শ্রেণীর দুই ছাত্রীকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১০হাজার টাকাও জব্দ করেছে পুলিশ। আটককৃত শাপলা বাজারের আবুল সওদাগর বাড়ির আঃ হাই এর মেয়ে আইরিন ইসলাম (আরমিন) ও দলিলউদ্দিন খাঁয়ের হাট ব্যাপারী বাড়ির আলাউদ্দিনের মেয়ে উম্মে হাবিবা দু’জনই অনেক আগ থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন স্থানিয়রা।

আটককৃত ২ তরুণী দৌলতখানের পৃথক পৃথক ২টি বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী বলেও জানাগেছে। পুলিশ সূত্রে জানা যায়, এস আই রিয়াজ ও এএসআই শফিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতখান বাজারের উত্তর মাথার একটি রেষ্টুরেন্টের সামনে থেকে ৮ পিচ ইয়াবা ও নগদ ১০হাজার টাকাসহ এই ২ ইয়াবা তরুনীকে আটক করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

SHARE