মনির আহাম্মেদঃ-
দ্বীপ ভোলা জেলার বাংলা মায়ের ছেলেরা বাংলাদেশ পেরিয়ে এখন বিদেশও নিজের দেশের দ্বায়িত্ব তুলে নিয়েছেন নিজ কাদে। বিদেশের মাটিতে বসে নিজে দেশের পক্ষে কথা বলে অধিকার আদায়ের পবিত্র দ্বায়িত্ব নিয়জিত ভোলার ছেলে সাইফুল ইসলাম কবির।
তিনি ভোলা জেলার লালমোহন উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে দেশের কল্যানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রীর
দেওয়া অর্পিতদ্বায়িত্ব পালনে তিনি নিরঅলস কাজ করে যাচ্ছেন। সাংগঠনিক কাজ ছাড়াও নানা মূখিকাজ করে প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।
সাইফুল কবির মত একজন সু-শিক্ষিত, সৎ, দেশ প্রেমিককে আষ্ট্রিয়া আওয়ামিলীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব দেওয়া আনন্দিত ভোলাবাসী। তাহার দ্বায়িত্বের বিষয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীরাও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।
ভোলাবাসী আশা করেন, তিনি বাংলাদেশের মানুষ পক্ষ হয়ে কথা বলে দেশের সম্মান তুলে ধরবেন বর্হির বিশ্বের কাছে।