মনপুরা অতিবৃষ্টি,জলাবদ্ধতায় জনজীবন

মনপুরা প্রতিনিধিঃ-
ভোলা জেলার মনপুরা উপজেলায় অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ভাসছে প্রায় ৭ থেকে ৮টি গ্রাম। গত ২দিন যাবত অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ভাসছে মনপুরার বেশ কয়েকটি গ্রামের পরিবার । গতকাল দুপুরের পর থেকে মেঘনার পানি বিপদসীমার উপরদিয়ে বৃদ্ধি পাওয়া বাড়ি ঘর, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা তলিয়ে যাওয়ায় দুর্ভোগের শেষ নেই এসকল র্দুগএলাকাবাসীর।

জানা গেছে,মনপুরা উপজেলার মনপুরা ও হাজিহাট ইউনিয়নের কাউয়ারটেক, আন্দির পাড়, দাসেরহাট, নাইবেরহাট, সোনার চর, পূর্ব আন্দির পাড়,কলাতলীর চর,এমনকি লঞ্চঘাটটিও অতি জলাবদ্ধতায় রয়েছে। অতিরিক্ত ভারিবর্ষণে জলাবদ্ধতা মনপুরার জনজীবন। চলফেরায় ও অতিকষ্ট হচ্ছে বলে জানা যায়।

SHARE