সাংবাদিক ইয়ামিনকে দেখতে ভোলা হাসপাতালে সফিকুল ইসলাম

জামিল হোসেন / আরিফুর রহমানঃ
হাসপাতালে সাংবাদিক ইয়ামিনকে দেখতে ছুটে গেছেন সচেতন নাগরিক পরিষদের ভোলা জেলা সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি। দুর্ঘটনার খবর পেয়ে রিশাল থেকে এসে হাসপাতালে ছুটে যান জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক এ সম্পাদক। এসময় ভোলা নিউজের প্রকাশক ও সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম তার সাথে ছিলেন। ভোলার সাংবাদিকদের এ কাছের মানুষ বরাবরের মত আজও হাসপাতালে ছুটে যান। অসহায় মানুষের এ কাছের মানুষটি হাসপাতালে গেলে সাংবাদিকরা সেখানে ভির জমান। সফিকুল ইসলাম পুলিশকর গাড়িটি আটক রেখে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে কার্যকরী ব্যাবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন। ভোলার সাংবাদিকরা সফিকুল ইসলামের এই উদ্দোগকে সাধুবাদ জানিয়েছেন।
দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার সাংবাদিক ইয়ামিন হাওলাদার ও সহকর্মী সুমনকে ভোলা সদরের পরানগন্জ বাজার মোটর সাইকেল দূঘটনায় গুরুতর আহত হন। ইয়ামিন ভোলা সদর হাসপাতালের ১২ নাম্বার কেবিনে ভর্তি আছেন।

SHARE