মনজু ইসলামঃ
অগ্নিকান্ডে বড়ো বেশী অবেলায় চলে যাওয়া প্রিয় আবৃত্তির মুখ
বৃষ্টি ও দোলার জন্য পঙক্তিমালা অনুষ্ঠানটি ৩০ মার্চ সন্ধ্যা ৭টায়
ভোলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদসারাদেশের সব অঞ্চলে একই দিনে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ভোলা জেলায় কর্মরত আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য্য সংগঠনের জনপ্রিয় আবৃত্তি শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন। সকলকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমন্য়য় পরিষদের বরিশাল বিভাগিয় সংঘঠনিক সম্পাদক ও ভোলা নিউজের সম্পাদক সামস উল আলম মিঠু।