স্বামীর একদিন পর চলে গেলেন স্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ
শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র বিস্ফোরণে দগ্ধ দম্পতি চলেই গেলেন। গতকাল রোববার আলমগীর ভূঁইয়ার পর আজ সোমবার মারা গেছেন তাঁর স্ত্রী বিলকিস ফারজানা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর সাড়ে ১২টায় মারা যান বিলকিস ফারজানা বেবী। গতকাল দুপুরে মারা যান আলমগীর ভূঁইয়া। গত ১৮ মার্চ দিবাগত রাতে নিজ বাসায় এসি বিস্ফোরণে দগ্ধ হন ওই দুজন। উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। আলমগীর হোসেন (৬২) বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। বিলকিস ফারজানা (৪৮) ছিলেন উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। গুরুতর দগ্ধ অবস্থায় ওই রাতেই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আলমগীরের ছোট ভাই তানজিল শাহরিয়ার জানান, রাতে বাসায় ঘুমিয়ে ছিলেন তার ভাই আলমগীর ও ভাবি বিলকিস। তখন তাদের রুমের পাশে এসির কম্প্রেশার মেশিন বিস্ফোরণ হয়। এতে জানলার গ্লাস ভেঙে রুমের ভেতর আগুন ঢুকে পড়ে। তাৎক্ষণিক ভাবে তা পুরো রুমে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় তাঁরা দুজন দগ্ধ হয়। তবে আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। এরপর পাশের বাসার লোকজন তাঁদের উদ্ধার করে বাসার পাশের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ভোর ৪টার দিকে তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, তাদের দুজনেরই শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। বিলকিসকে ‘নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে’ (আইসিইউ) ও আলমগীর ‘হাই ডিপেডেনসি ইউনিটে’ (এইচডিইউ) মারা গেছেন।

SHARE