ভোলার ইলিশায় কাভার্ড ভ্যান চাঁপায় বৃদ্ধ নিহত

বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় কাভার্ড ভ্যান চাঁপায় মোঃ বাগন আলী মোরাদার (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বাগন আলী সদর উপজেলার পুর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সদর উপজেলার ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা গোডাউন এলাকা দিয়ে বাগন আলী রাস্তা পারাপারের সময় ভোলা থেকে ইলিশা ফেরী ঘাটগামী ঢাকা মেট্রো-ন ১৫-১৯৯৯ নামের একটি ছোট কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং কাভার্ড ভ্যানটিও জব্দ করে। তবে পুলিশ আসার আগে কাভার্ড ভ্যানের ড্রাইভার পালিয়ে যায়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোঃমোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর কথা থাকলেও পরিবারের অনাপত্তি থাকার কারণে তা আর সম্ভব হয়নি। ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও ড্রাইভার পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

SHARE