আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে আ.লীগের মনোনয়ন দাখিল করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বুধবার (২৮নভেম্ববর) দুপুরে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মনিন টুলু, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা চেয়ারম্যান মোশারেরফ হোসেন, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব ও ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।
মনোনয়ন জমাদান শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ যা দেশ বিদেশের সকলের কাছে গ্রহনযোগ্য ও প্রশংসনীয় নির্বাচন হবে। ২বছরের দন্ডপ্রাপ্ত কোন প্রার্থী এবারের নির্বাচনে অংশগ্রহন করতে পারবেনা বলেও তিনি উল্লেখ্য করেন। দেশ ও জাতিকে উন্নয়নে আরো এগিয়ে নিয়ে যেতে আমার ধারনা এবারো দেশের মানুষ নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন।
(আল-আমিন এম তাওহীদ, ২৮নভেম্ববর-২০১৮ইং)