ভোলায় নৌকার হাজার ভালবাসায় সিক্ত তোফায়েল

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

ভোলা সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার হাজার জনতা তোফায়েলকে দেখতে সড়কের দুইপাশে ভীড় জমায়। মুখে তোলেন স্লোগান তোফয়েল ভাইয়ের মার্কা নৌকা, ভোলাবাসির মার্কায় নৌকা। শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকার সালাম নিন তোফায়েল ভাইকে ভোট দিন।

মঙ্গলবার (২৭নভেম্ববর) ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে বিকেলে আসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ভেদুরিয়া থেকে শুরু করে ভোলা শহর পযর্ন্ত সড়কের দুইপাশে দাঁড়িয়ে তোফায়েল আহমেদকে হাজার হাজার জনতা সংবর্ধনা দেন। আলিনগর ইউনিয়নের চেয়ারম্যান বশির আহমেদের নেতৃত্বে, ভেদুরিয়া তাজুল ইসলাম মাষ্টারের নেতৃত্বে, চরসামাইয়া মহিউদ্দিনের নেতৃত্বে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় তোফায়েল আহমেদও জণগনের ভালবাসায় সিক্ত হয়ে গাড়ি থেকে নেমে সড়কের পাশে দাড়াঁনো সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনময় করেন। এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আ.লীগের সকল নেতৃবৃন্দ।

(আল-আমিন এম তাওহীদ, ২৭নভেম্ববর-২০১৮ইং)

SHARE