ভোলা নিউজের বার্তা সম্পাদক আল আমিন “নতুন সময়” টিভির ভোলা প্রতিনিধি

মনজু ইসলামঃ

ভোলানিউজ-০৭.১১.১৮
তরুণ প্রজম্নের অহংকার “নতুন সময় টেলিভিশন” নতুন অাঙ্গিকে সত্যের পথে মোরা- এই স্লোগানকে সামনে রেখে স্বাধীন বাংলা মিডিয়ার লিমিটেড এর একটি প্রতিষ্ঠান “নতুন সময় টেলিভিশন” এ ভোলা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন ভোলানিউজ.কম এর বার্তা সম্পাদক সাংবাদিক অাল-অামিন এম তাওহীদ।

৭ নভেম্ববর বিকেলে ঢাকা সেগুন বাগিচায় অবস্থিত নতুন সময় টিভির অফিস যাচাই-বাচাই শেষে ভোলা জেলা প্রতিনিধির সকল অর্পিত দায়িত্ব সাংবাদিক অাল- অামিন তাওহীদকে বুজিয়ে দেন নতুন সময়ের ঢাকা অফিস ।

SHARE