৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
Home অর্থনীতি ভোলা হবে পৃথিবীর অন্যতম বানিজ্যিক বন্দর– সফিকুল ইসলাম

ভোলা হবে পৃথিবীর অন্যতম বানিজ্যিক বন্দর– সফিকুল ইসলাম

জামিল হোসেনঃ

ভোলা নিউজ-০৬.১০.১৮

ভোলা সিঙ্গাপুরকে ছাড়িয়ে পৃথিবীর অন্যতম বানিজ্যিক বন্দরে পরিনত হবে ভোলা সরকারি স্কুল মাঠে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর ২য় দিনের আলোচনা সভায় বক্তব্যে  ভোলা চেম্বার অফ কর্মাসের পরিচালক জেলা সচেতন নাগরিক পরিষদের সম্পাদক প্রতিবাদি বিবেক মোঃ সফিকুল ইসলাম এ কথা বলেন।

চেম্বার পরিচালক সফিকুল ইসলাম সফি বলেন, দিন দিন ভোলায় দেশ বিদেশি বিনিয়গ কারিরা বিনিয়গে যে ভাবে আগ্রহি হচ্ছেন সে অনুযায়ী বিনিয়োগ হলে ভোলা আগামী ১৫ বছরের মধ্যে সিঙ্গাপুরকে ছাড়িয়ে পৃথিবীর অন্যতম বানিজ্যিক বন্দরে পরিনত হবে। এই বিনিয়োগের পরিবেশ ধরে রাখতে ভোলার মানুষকে আরো সচেতন দৃষ্টি রাখতে হবে যাতে করি কোন ষড়যন্ত্রকারীরা পরিবেশ নষ্টের জন ষড়যন্ত্রের জাল না বুনতে পারে। তিনি বলেন, দেশের সময় উপযোগী সিদ্ধান্তের অধিকারি সফল বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে বাংলাদেশ রপ্তানি, রিজার্ভ ও বিদ্যুৎ উৎপাদনে পাকিস্তান থেকে অনেক এগিয়ে গেছে। এরি ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০২৪ সালে উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে ইন শা আল্লাহ।

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভোলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বধন করে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্য সচিব মো. সাহাবুদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক। উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মোকতার হোসেন, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

SHARE
ব্রেকিং নিউজ :