ভোলায় পালিত হলো ‘‘কোটি প্রানে বিশ’’

আল-আমিন এম তাওহীদ-ভোলানিউজ.কম,

‘‘কোটি প্রানে মিশে, আমরা এখন ২০ এ’’ উৎসব মূখর পরিবেশ আর কেক কাটার মধ্য দিয়ে চ্যানেল আই এর ভোলায় ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

গতকাল রাতে ‘‘চ্যানেল আই’’ এর ভোলা প্রতিনিধি হারুণ অর রশিদের আয়োজনে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে চ্যানেল আই এর ২০ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, প্রেসক্লাব সাবেক সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম প্রমূখ।

এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাছরাঙ্গা টিভির ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিব, একুশে টিভির ভোলা প্রতিনিধি মেজবাহ শিপু, যুবলীগ নেতা গালিব ইবনে ফেরদাউস প্রমূখ।

আরটিভির ভোলা প্রতিনিধি অমিতাভ রায় অপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক, জেলা পুলিশ সুপার মোকতার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব , প্রেসক্লাবের আহবায়ক আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুস প্রমূখ।

(আল-আমিন এম তাওহীদ, ১অক্টোবর-২০১৮ইং)

SHARE