ভোলার বাপ্তায় যুবকের জুলন্ত লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

ভোলা নিউজ-১৭.০৯.১৮

ভোলার বাপ্তায় এক যুবকের জুলন্ত লাশ উদ্ধার করেছে ভোলা সদর থানার পুলিশ।

সূত্রে যানাযায়, ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের সুন্দরখালী ৫ নং ওয়ার্ডে শোমবার ভোরে নিজ বাড়ীর কাঠাল গাছে আলমাস হাওলাদার (৪০) নামে এক ব্যক্তির জুলন্ত লাশ দেখে স্থাণীয়রা পুলিশ কে খবর দিলে, ভোলা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে, ময়নাতদন্ত জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

নিহত আলমাস সুন্দরখালী এলাকার ছিদ্দিক হাওলাদারের ছেলে।

নিহতের স্ত্রী ছালমা বেগম ভোলা নিউজকে জানান, আমার স্বামী’র সাথে তার ভাই বাবুলের বিরোধ ছিলো, এর আগেও বাবুল তাকে মারধর করেছে,আমার স্বামী কে বাবুলই মেরেছে।

নিহত আলমাস আবির ও সুমাইয়া নামের দুই সন্তানের জনক।

ভোলা সদর থানার এস আই রফিকুল ইসলাম ফিরোজ জানান,আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।

SHARE