ভোলায় শোকের ছায়া, রাজিব মীর বিদায়, জানাজা শেষে চির নিদ্রায়।

আল-আমিন এম তাওহীদ, ভোলানিউজ.কম,

ভোলার কৃতি সন্তান লেখক-সাহিত্যিক ও সাংবাদিক রাজীব মীরের জানাজা শেষে চিরতরে বিদায় জানালেন ভোলার লাক্ষ মানুষ।

আজ সোমবার সকাল ৯টার দিকে তার মরদেহ ঢাকা থেকে ভোলার মাটিতে পৌছে। এরপর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। ১০টায় তার গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়

উল্লেখ্য, রাজীব মীর গত শুক্রবার রাত ১টা ৩০মিনিটের সময় ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স ৪২ বছর। তিনি চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও শিক্ষকতা করেছিলেন।

ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জল হোসেন মীরের ছেলে রাজীব মীর।

রাজিব মীরের মৃত্যুর খবরটি ভোলার সর্বত্র পৌছালে নেমে আসে শোকের ছায়া। অবশেষে সবাইকে কাদিঁয়ে না ফেরার দেশে পাড়ি জমান রাজীব মীর। আজ সোমবার জানাজা শেষে চির বিদায় জানান ভোলার মানুষ। তবে রাজীব মীরের অকাল মৃত্যু মেনে নিতে পারছেনা ভোলার মানুষ। দুঃখ যন্ত্রনার মধ্য দিয়ে বিদায় জানান ভোলার মানুষের হৃদয়ের রাজীব মীর। ওপার দেশে ভাল থাকুক, আল্লাহ জান্নাতবাসি করুন রাজিব মীরকে।

(আল-এম, ২৩জুলাই-২০১৮ই)

SHARE