নিউজ ডেস্ক।
চিরনিদ্রায় শায়িত হলেন ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্। শুক্রবার (৩ জানুয়ারী) বাদ জুমা ভোলা টাউন স্কুল মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে কালিবাড়ি রোডস্থ তার নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়। এর আগে ভোলার এই শিক্ষাগুরুকে শেষবারের মতো একনজর দেখতে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্নস্তরের অসংখ্য মানুষ ছুটে আসেন এবং মরহুমের নামাজে জানাযায় অংশ নেয়।
উল্লেখ্য, প্রফেসর মো. এনায়েত উল্ল্যাহ্ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। মৃত্যুতে ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. মহিউদ্দীন ভোলা জেলায় ইংরেজি ভাষায় উচ্চশিক্ষা বিস্তারে মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেছে এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।