ভোলায় নববর্ষ উদযাপনে ফানুস ও আতশবাজি বন্ধের দাবীতে মানববন্ধন

কাগজ প্রতিবেদক

নববর্ষ  উদযাপন উপলক্ষ্যে থার্টিফার্স্ট নাইটে ফানুস ওড়ানো এবং আতশবাজি না পোড়ানোর প্রচারে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট’র পক্ষ থেকে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১ টায় ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্লেকার্ড ও ফেষ্টুনসহ সংগঠনটির সদস্যরা মানববন্ধনে এমন প্রতিবাদ করতে দেখা গেছে।
এসময় তারা বলেন,থার্টি ফার্স্ট নাইটে উদযাপন উপলক্ষে পটকা, ফানুস বিভিন্ন শব্দ বোমা, সামাজিকভাবে এগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করছে, আমরা এগুলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে আসছি। “আকাশে ফানুস নয় পাখিদের উরতে দেও” আমরা সামাজিক সংগঠন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পক্ষ থেকে সমন্বয়ক শাফায়াতের নেতৃত্বে এ কাজগুলো তারা করছে বলে জানিয়েছেন। তারা বলেন, আমরা বিগত বছরগুলোতে দেখেছি বিভিন্ন মানুষ বিভিন্ন কলকারখানা ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হচ্ছে ও বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অতীতে আমরা দেখেছি রাস্তায় বিভিন্ন পাখি মরে পড়ে আছে। আমরা চাচ্ছি পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়। আমরা চাচ্ছি নতুন বছর সুষ্ঠু ও সামাজিকভাবে উদযাপন করার জন্য। এসময় আরো বক্তব্য রাখেন, মীর আবিদ হোসেন, মো:ইমরান, নুসরাত জাহান তাসমিয়া, সুমাইয়া ইসলাম সুমু, সাফা ইসলাম প্রমূখ।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE