ভোলা নিউজ ডেস্ক
ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমান অস্ত্র ও বোমাসহ ৬ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১০ টি দেশীয় অস্ত্র ও ২৯ টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
আটককৃত আসামী মোঃ মফিজুল হক মজু (৬২), মোঃ শাকিল (২৬), মোঃ মোবারক (৩৮), মোঃ ইব্রাহিম (২৩), মোঃ মামুন (৩২) ও মোঃ সিকান্দার (৬৪) এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানিয়েছে, ভোলা সদরেরর বিভিন্ন চর এলাকার জনগণের উপর দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ মফিজুল হক মজু এর নেতৃত্বে দীর্ঘদিন যাবত জমিদখল, চাঁদাবাজি, নদীতে অসহায় জেলেদের মাছ ও টাকা লুট এবং অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৯ ডিসেম্বর রবিবার মধ্যরাত ১ টা হতে ভোর ৪ টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান