ভোলায় ‘আমার দেশ’ প্রতিনিধির ওপর হামলা ডিবিএসএফ’র নিন্দা

 

ভোলা প্রতিনিধি: ভোলায় তাবলীগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে জোবায়েরপন্থী ও ওলামা মাশায়েখদের অবস্থান কর্মসূচি সমাবেশে সংবাদ সংগ্রহের সময় আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুছ শরীফের ওপর স্বেচ্ছাসেবীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।

বুধবার (২৫ ডিসেম্বর) ডিবিএসএফ সভাপতি আহসান কামরুল এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা অগ্রহণযোগ্য। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। জুলাই অভ্যুত্থানের পর অপরাধীদের স্বৈরাচারী মানসিকতার পরিবর্তনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

উল্লেখ্য, ভোলা শহরে তাবলীগ জামায়াতের জোবায়ের সমর্থিত ওলামা মাসায়েখ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাদ বিরোধী সমাবেশ চলাকালে সংবাদ সংগ্রহের সময় স্বেচ্ছাসেবীদের হামলার শিকার হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন। এতে আশংকাজনক অবস্থায় তাকে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা প্রেরণ করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE