ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার ২০২৪ সালের ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা শিক্ষার্থীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণ করা হয় এবং তারা তাদের অনুভূতি সকলের কাছে প্রকাশ করেন। আলোচনা সভায় শিক্ষক মন্ডলী ও অভিভাবকগণ বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের হাতে তাদের সন্তানদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড তুলে দেন।
ভোলা নিউজ / টিপু সুলতান