নিউজ ডেস্ক
ভোলায় ইলিশা ফেরীঘাটের পাশে থাকা, অবৈধ স্পিড বোট ঘাটে, কোস্ট গার্ড সহ ইলিশা নৌ পুলিশের টিম অভিযান পরিচালনা করে ছয়টি অবৈধ বোট আটক করতে সক্ষম হয়।
সুত্রে জানা যায়, বি আই ডাব্লিউ এর নির্দেশ অমান্য করে,প্রশাসনের চোখকে পাখি দিয়ে, অবৈধ ভাবে স্পিড দিয়ে যাএী পার করছেন স্পিড বোট মালিকেরা
উল্লেখ্য বিষয় হচ্ছে যে, যাএি নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি স্পিড বোটের দুর্ঘটনায়, বোটে থাকা অনেক যাএি নিহত হয় এবং অনেক যাএির খোঁজ পাওয়া যায় নি।
তারই প্রেক্ষাপটে ইলিশা ঘাটে নৌ পুলিশ ও কোস্ট গার্ড এর যৌথ অভিযান চালিয় একাধিক স্পিড বোট আটক করে প্রশাসন।
আটককৃত স্পিড বোট মালিকদের মোবাইল কোর্ট এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এর নির্দেশনায় আটককৃত প্রতি বোট কে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান