নিউজ ডেস্ক
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানকে এসপি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা হতে উপসচিব এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হলেন- ভোলা অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান
প্রজ্ঞাপনে এই কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদান পত্র প্রেরণ করতে বলা হয়। এ ছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর করা হবে বলে এতে উল্লেখ করা হয়।
ভোলা নিউজ / টিপু সুলতান